যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (৫ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ সতর্কতা জানান।

পুতিন বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যা রাশিয়ার ভেতরে গভীরে হামলার জন্য ব্যবহৃত হতে পারে, তবে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। এই সম্পর্কের মধ্যে যে সামান্য ইতিবাচক সম্ভাবনা ছিল, সেটিও শেষ হয়ে যাবে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ফের উত্তেজনায় পৌঁছেছে। এদিকে ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী তাদের ভূখণ্ডে অগ্রসর হচ্ছে এবং রুশ ড্রোন ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্প মন্তব্য করেন, “পুতিন শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন।” রাশিয়াকে তিনি ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনকে দমাতে না পেরে মস্কো নিজেদের দুর্বলতাই প্রকাশ করছে। এর জবাবে পুতিন পাল্টা প্রশ্ন রাখেন— “তাহলে ন্যাটোই বা কী? তারা কি রাশিয়ার অগ্রযাত্রা রুখতে পেরেছে?”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক সরবরাহের অনুরোধ বিবেচনা করছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ও আরও কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবসম্মত নয়, কারণ এসব ক্ষেপণাস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে।

টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার। ফলে ইউক্রেন যদি এগুলো পায়, তবে পুরো রাশিয়া এমনকি ক্রেমলিনও এর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

যেসব গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নূর নিউজ

আ.লীগের প্রসঙ্গ নিয়ে ভারতীয় সাংবাদিকের জিজ্ঞাসা, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ