যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন

নূর নিউজ: যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গঠন করা হয়েছে। মোহাম্মদ আলি হোসাইন মজুমদারকে সভাপতি ও আব্দুস সাত্তার পলাশকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রের আংশিক শাখা কমিটি ঘোষণা করা হয়। ওই দিন ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ পাটওয়ারীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নিউইয়র্কে একদল প্রবাসী বাংলাদেশি তরুণ ‘এসো এক হই, অধিকারের কথা কই’ স্লোগানে এ সংগঠন গঠনের উদ্যোগে গ্রহণ করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মোহাম্মদ মামুন, সিকদার মনজিলুর রহমান ও জিয়াউল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, মোহাম্মদ আবুল কাশেম ও হাফিজুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ ও মোহাম্মদ সালাউদ্দিন, দফতর সম্পাদক মো. নাজমুল হুদা ও সহ-দফতর সম্পাদক মোহাম্মদ সরওয়ার খাঁন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান জাবেদ, সহ-অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, সমাজসেবা সম্পাদক রাজু আহমেদ, সহ-সমাজসেবা সম্পাদক ইমাম মিজি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পলাশ প্রভাত, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ ফখরুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম শরিফুল ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাহেদ নবী, সহ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল আমিন (সৈকত), প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, শ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক শামেল মোহাম্মদ সোহেল, মানবপাচার প্রতিবাদ ও পুনর্বাসন সম্পাদক বাবলু আহমেদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাওন রাজ। কার্যনির্বাহী সদস্যরা হলেন- আজাদ আহমেদ পাটওয়ারী, নেয়ামত উল্ল্যা, কুদরত এ হাসান ও ফাহিম আহমেদ।

শনিবারের ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক যথাক্রমে কবীর হোসেন ও বিপ্লব কুমার পোদ্দার যোগ দেন। কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্ল্যা, মানবপাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুদরত এ হাসান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সৌরভ, সহ-অর্থ সম্পাদক শাকিলুজ্জাম, সহ-শ্রম ও অভিবাসন সম্পাদক রাজিব আহমেদসহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের চাটার্ড ফ্লাইটে আনা হবে

নূর নিউজ

কাতারে শ্রমজীবী মানুষের পাশে আল মোহান্নাদীর মাসব্যাপী ইফতার

নূর নিউজ

কাতারে মরহুম সাংসদ আক্তরুজ্জামান বাবুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নূর নিউজ