যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘর্ষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এসেছে একটি বড় ধরনের পরিবর্তন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন সকল ক্ষমতা হস্তান্তর করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সর্বোচ্চ পরিষদের কাছে।

ইরান ইন্টারন্যাশনাল-এর বরাতে জানা গেছে, খামেনি বর্তমানে সপরিবারে অবস্থান করছেন ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় লভিজান এলাকার একটি গোপন বাংকারে। তার সঙ্গে রয়েছেন ছেলে মোস্তফা খামেনি, যিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ একটি পূর্ব প্রস্তুত “ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা”—যার মূল উদ্দেশ্য, যুদ্ধ চলাকালীন যেকোনো বিপর্যয়ের সময়েও দেশের নেতৃত্ব কাঠামো অটুট রাখা।

এ বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন,“ আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় আত্মগোপন করেছেন। তিনি এখনো আমাদের টার্গেটে নেই, তবে ধৈর্যের সীমা ছড়িয়ে যাচ্ছে।”

বিশ্লেষকদের মতে, খামেনির এই ক্ষমতা হস্তান্তর কেবলমাত্র একটি প্রতিক্রিয়া নয়, বরং যুদ্ধকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সম্ভাব্য জটিল পরিস্থিতি মোকাবেলায় আইআরজিসি-কে পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।

এ জাতীয় আরো সংবাদ

কাশ্মীরের ঘটনায় তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের

আনসারুল হক

আমিরাত সফরের পর বাহরাইন সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত

নূর নিউজ

সেনাপ্রধানের সঙ্গে কোনো সমস্যা নেই: ইমরান খান

নূর নিউজ