যে দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করতে বলা হয়েছে হাদিসে

হিংসা এবং পরশ্রীকাতরাকে মানবীয় দুর্বলতা ও ক্ষতিকারক অভ্যাস হিসাবে গণ্য করা হয়। এর কারণে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয় এবং অপরাধের দিকে এগিয়ে যায় মানুষ। ইসলামে অন্যের প্রতি হিংসা করতে বরাবরই নিষেধ করা হয়েছে। একাধিক হাদিসে এ থেকে অনুৎসাহিত করা হয়েছে। হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে দেয় বলেও হাদিসে হুঁশিয়ার করা হয়েছে।

তবে কোনো মানুষের ভেতর দুইটি গুণ থাকলে তার প্রতি হিংসার বদলে ঈর্ষা করে নিজের ভেতর সেই গুণ আনার প্রতি উৎসাহিত করা হয়েছে হাদিসে। গুণ দুটি হলো কোরআন তিলাওয়াত ও আল্লাহর রাস্তায় অফুরন্ত দান করার মতো মহৎ মানসিকতা।

হজরত আবু হুরায়রা রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

لاَ حَسَدَ إِلّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ عَلّمَهُ اللهُ القُرْآنَ، فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللّيْلِ، وَآنَاءَ النّهَارِ فَسَمِعَهُ جَارٌ لَهُ، فَقَالَ: لَيْتَنِي أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ فُلاَنٌ، فَعَمِلْتُ مِثْلَ مَا يَعْمَلُ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَهُوَ يُهْلِكُهُ فِي الحَقِّ، فَقَالَ رَجُلٌ: لَيْتَنِي أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ فُلاَنٌ، فَعَمِلْتُ مِثْلَ مَا يَعْمَلُ.

কারো সাথেই হিংসা নয়, তবে দু’জন এর ব্যতিক্রম। প্রথমজন হল, আল্লাহ একজনকে কোরআন শেখার তাওফীক দিয়েছেন। ফলে সে তা দিন-রাত তিলাওয়াত করে। তার প্রতিবেশী তা শুনতে পেয়ে আফসোস করে বলল, হায় সে যেমন কোরআন পড়ে আমি যদি তেমন পারতাম, তাহলে তো তার মতো আমিও আমল করতাম!

অপরজন হল, আল্লাহ একজনকে সম্পদ দিয়েছেন। সেগুলো সে ন্যায়ের পথে খরচ করে। তা দেখে একজন বলল, হায় আমারও যদি তার মতো সম্পদ থাকত তাহলে আমিও তার মতো খরচ করতে পারতাম। (সহিহ বুখারি, হাদিস : ৫০২৬, ৪৭৩৮)

এ জাতীয় আরো সংবাদ

সন্তানের উত্তম শিষ্টাচারে মহানবীর শিক্ষা

নূর নিউজ

ভ্যালেন্টাইন্স ডে-এর উৎপত্তি ও অশ্লীলতাকে উস্কে দেয়ার হীন চক্রান্ত: মুফতী এনামুল হাসান

নূর নিউজ

রাসূল সা.-এর চোখের প্রশান্তি যে কাজে

নূর নিউজ