রমজানে একাধিকবার ওমরা করা যাবে না

রমজান মাসে অনেকে একাধিকবার ওমরা পালন করে থাকেন। তবে এবার একজনে একবারই ওমরাহ করার অনুমোদন পাবে। এতে স্বস্তির সঙ্গে মানুষ ওমরা পালন করতে পারবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।

মন্ত্রণালয় নিশ্চিত করে আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান, তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি

নূর নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

আনসারুল হক

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ