রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যাবে না : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যাবে না। রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণ। সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয়।

শনিবার (২৩ জানুয়ারী) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, রাষ্ট্র ক্রমাগতভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রের এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা।

এ জাতীয় আরো সংবাদ

শহীদদের স্বরণে মসজিদগুলোতে দোয়া করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

সুনামগঞ্জের মুশতাক গাজীনগরীর হত্যার বিচার চায় হেফাজতে ইসলাম

আনসারুল হক

যে বিএনপির জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

আনসারুল হক