রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, নয়তো সাবের হোসেনকে জেলে দিন : পিনাকী

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিন দেশের রাষ্ট্রদূতের এক গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, সোমবার রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এ তিন দেশই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার খাতে দীর্ঘদিন ধরে অংশীদার।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠকটি। রাষ্ট্রদূতরা কোনো কূটনৈতিক পতাকা বা আনুষ্ঠানিক পরিচয়চিহ্ন ছাড়াই একই গাড়িতে গুলশানের বাসায় প্রবেশ করেন। বৈঠক শেষে তারা বিকল্প রুট ব্যবহার করে বাসা ত্যাগ করেন—যা সচরাচর কূটনৈতিক সাক্ষাতে দেখা যায় না।

সূত্র আরও জানায়, আওয়ামী লীগের বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতি এবং দলটির ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক সমর্থন ও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
“সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত যাইয়া বৈঠক করে কেমনে? ফাইজলামি পাইছেন? সাবের হোসেনের জামিনের শর্ত কী ছিল? ওরে জামিন দিছেন কি আওয়ামী লীগ নিয়া দেন-দরবার করার লাইগ্যা? হয় এই রাষ্ট্রদূত গুলারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে খেদান, নয়তো সাবের হোসেনরে জেলে ভরেন।”

বৈঠকের এই খবর প্রকাশের পর দেশের কূটনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ঘিরে বিদেশি মিত্রদের সঙ্গে এটি একটি কৌশলগত যোগাযোগের অংশ হতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

ইরানে যুদ্ধ চাপিয়ে মানবতা ধ্বংসের খেলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

সততার রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধুর পরিবার

নূর নিউজ

কোরবানিতে চাহিদার চেয়ে প্রায় ২৩ লাখ পশু বেশি আছে

নূর নিউজ