- কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’-এর নবগঠিত কমিটির একটি প্রতিনিধি দল কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হযরত আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কৃতী সাবেক শিক্ষার্থী।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক (কাজল), সহ-সভাপতি মো. জুলফিকার আজাদ ও ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ তাফসীর উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু শামা, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ নিয়াজ মোর্শেদ খান, সোশ্যাল মিডিয়া সম্পাদক সৈয়দ তানজিম হাসান এবং নির্বাহী সদস্য আব্দুল জলিল ও জাহাঙ্গীর আলম।
এ সময় দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সেলর বারিকুল ইসলাম এবং প্রথম সচিব ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাজী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান।