রোববার লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি

রোববার লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি
চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে রোববার (২ ন‌ভেম্বর) দেশে ফিরবেন আরো ৭০ বাংলাদে‌শি।

স্থানীয় সময় শুক্রবা‌র (১ ন‌ভেম্বর) রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সপ্তম দফায় রোববার বৈরুত থেকে দুবাই হ‌য়ে ঢাকার উ‌দ্দে‌শে প্লেনে করে রওনা হ‌বেন ৭০ জন বাংলা‌দে‌শি। তাদের ওই‌দিন বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকা‌লে রওনা হ‌য়ে রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এ পর্যন্ত ছয় দফায় লেবানন থে‌কে ২৬৮ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রসঙ্গত, লেবানন থে‌কে দে‌শে ফির‌তে ১ হাজার ৮০০ বাংলা‌দে‌শি নিবন্ধন ক‌রে‌ছেন।

এ জাতীয় আরো সংবাদ

আজ শোকাবহ আগস্ট শুরু

নূর নিউজ

বরিশালে বিভিন্ন শ্রেণি ও পেশার যুব সমাজের ইসলামী আন্দোলনে যোগদান

নূর নিউজ

আমরা যা বলি তা বাস্তবায়ন করি : শেখ হাসিনা

নূর নিউজ