শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকার দোয়া

মানব জীবনে শত্রু থাকা স্বাভাবিক।চলার ক্ষেত্রে কারো সাথে গড়ে ওঠে বন্ধুত্ব, আবার কারো সাথে তৈরী হয় শত্রুতা।শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া শিখিয়েছেন নবীজি সা.।

হজরত আবু মুসা আশআরি রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন-

اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্‌আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ, আমরা তাদের মোকাবেলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।

উপকার : আবু বুরদা ইবনে আবদুল্লাহ রা. .তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন, তখন এই দোয়া পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে শত্রুর সকল অনিষ্ঠ হতে হেফাজত করুন।

এ জাতীয় আরো সংবাদ

মহররম ও আশুরার দশ কাজ

আনসারুল হক

আল্লাহর নৈকট্য লাভে সুন্নতের আমল অপরিসীম গুরুত্ব

নূর নিউজ

বিয়ের বরযাত্রীদের নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ