শবে কদর তালাশের আহ্বান জানালেন হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মদীনার স্থানীয় উলামায়ে কেরাম। বুধবার বাদ ফজর হেফাজত ইসলাম মদীনা মুনাওয়ারা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেফাজত ইসলাম মদিনা জোনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এম এম আজহারুল ইসলাম মাদানী।

অনুষ্ঠানে উপস্থিত আলেমদের উদ্দেশ্যে মাওলানা সাজেদুর রহমান বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ‘শবে কদরের রাত আসন্ন। রমজানের শেষ দশকের বেজোড় রাতে আমাদের সবাইকেই শবে কদর তালাশ করতে হবে। হাজার মাসের চেয়ে উত্তম এই রাত যেন আমাদের অজান্তে চলে না যায়।’
তিনি আরোও বলেন, ‘আপনারা পবিত্র ভূমিতে আছেন। এখানে সকল ইবাদতের ফযিলত অনেক বেশি। এখানে ই’তিকাফ করার ফযিলতও অনেক। তাই শেষ দশকে আপনারা ই’তিকাফ করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত পালনের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করুন।’
এছাড়াও তিনি দৈনিক কিছু সদকা এবং বেশি বেশি ইবাদতের গুরুত্ব কুরআন-হাদিসের আলোকে তুলে ধরেন। তিনি এখন ওমরা আদায়ের উদ্দেশ্যে মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাইখ জাকির হুসাইন, মাওলানা জাহাঙ্গীর নূর, মাওলানা আব্দুল জলীল মাদানী, শেখ সারওয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামে পাত্রী দেখার পদ্ধতি ও নিয়ম

নূর নিউজ

সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ নিয়ে ইসলামে যা বলা হয়েছে

নূর নিউজ

হেফাজতের উদ্যোগে আল্লামা বুখারীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা

নূর নিউজ