‘শব্দদূষণ নিয়ন্ত্রণে আলেম-উলামাদের সহায়তা চায় সরকার’

দেশজুড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে আলেম-উলামাদের সহযোগিতা কামনা করেছে সরকার। এ বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে সোমবার (৪ আগস্ট) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “শব্দদূষণ একটি মারাত্মক সামাজিক সমস্যা। এ সমস্যা নিরসনে ধর্মীয় নেতাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আলেম-উলামারা পরিকল্পিতভাবে সরকারের পাশে দাঁড়াক এবং ধর্মীয় বয়ানে পরিবেশ সচেতনতা অন্তর্ভুক্ত করুন।”

তিনি আরও বলেন, “প্লাস্টিক দূষণ, পাহাড় কাটা, পাথর উত্তোলনসহ পরিবেশ সংক্রান্ত নানা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় বয়ান কার্যকর ভূমিকা রাখতে পারে। উন্নত দেশগুলোতে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে—আমরাও সে পথে হাঁটতে চাই।”

সৈয়দা রিজওয়ানা হাসান কনসার্ট, অ্যাম্বুলেন্স ও যানবাহন খাতে সুনির্দিষ্ট শব্দব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “হাদিস শরীফসহ ইসলামী শিক্ষায় শব্দ সংযমের বার্তা রয়েছে। গভীর রাতে মাইক ব্যবহার শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য কষ্টদায়ক। এটি স্নায়ুতন্ত্রেও বিরূপ প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, “অপ্রয়োজনীয় হর্ন বা উচ্চ শব্দ ইসলামি শিষ্টাচারেরও পরিপন্থী। দূষণ প্রতিরোধে আলেম সমাজকে মানুষকে সচেতন করতে হবে, ইসলামি আদর্শেই রয়েছে এর সমাধান।”

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি, নেক ক্যান্সার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং শব্দ নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ।

আলেম-উলামারা সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, ইসলামী মূল্যবোধের আলোকে জনসচেতনতা তৈরি ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহায়তা করবেন। সভা শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, “ধর্মীয় মূল্যবোধকে ভিত্তি করে আমরা একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে চাই।”

এ জাতীয় আরো সংবাদ

কানাডায় মুসলিম হত্যা; আদালতে বিচার শুরু

নূর নিউজ

নিজ বিশ্ববিদ্যালয়ে তারাবি পড়িয়ে প্রশংসায় ভাসছেন জাহাঙ্গীরনগরের দুই হাফেজ শিক্ষার্থী

নূর নিউজ

প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে

নূর নিউজ