শাপলা ও পিলখানায় গণহত্যার বিচার দাবি জমিয়ত নরসিংদী জেলার

বুধবার (৭ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের ছত্রছায়ায় পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে নরসিংদী জেলার শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নরসিংদীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে রেল স্টেশনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, নরসিংদী জমিয়তের সদস্য সচিব মুফতি রাকিব হাসান, যুগ্ম মহাসচিব মুফতি রফিকুল ইসলাম, মাধবদি জমিয়তের সহ সভাপতি মুফতি হাবিবুল্লাহ, পলাশ জমিয়তের সাধারণ সম্পাদক, মাওলানা সোলাইমান গাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি বায়েজিদ আহমাদ সিরাজ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন

আনসারুল হক

মাত্র ১০৬ দিনে কুরআন হিফজ করলেন হিমেল

নূর নিউজ

ঘরে বসে টিকা নিয়ে সমালোচনায় এবার মেয়র লিটন

নূর নিউজ