শারজায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

আরব আমিরাতের শারজাহ সিটিতে সাইয়েদা খাদিজাতুল কোবরা নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছ।

সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজার শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি সোমবার মসজিদটি উদ্বোধন করেন। আধুনিক ও ফাতিমীয় স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি উদ্বোধনের সময় তিনি একটি স্মারক ফলক উন্মোচন করেন।

মসজিদটি ৪৯ হাজার ৩৮৩ বর্গ মিটার এলাকা জুড়ে। মসজিদের অভ্যন্তরে নামাজ পড়তে পারবেন ১৪০০ পুরুষ এবং বাইরের অংশে নামাজ পড়তে পারবেন ১৩২৫জন। এছাড়াও অংশ নিতে পারবেন ১৪০ জন নারী।

মুসল্লিদের সুবিধার জন্য মসজিদে একটি লাইব্রেরি, মৃতদের গোসলের জন্য একটি ভবন, ওয়াটার স্টেশন, অজুর জায়গা, বিশ্রামাগার, ৫৯২টি গাড়ির পার্কিং স্থান রয়েছে। এছাড়াও রয়েছে ইমাম ও মুয়াজ্জিনের জন্য বাসস্থান।

উদ্বোধনের সময় মসজিদের সামাজিক গুরুত্ব, নিমাণকারীর মর্যাদা ও পুরস্কারের কথা তুলে ধরেন শারজাহর ইসলামিক বিষয়ক বিভাগের প্রচার ও ফতোয়া বিভাগের প্রধান শায়খ ড. সালেম আল-দুবি।

সূত্র : গালফ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

আগামী বছর থেকে বাংলাদেশিরা হজে যেতে পারবেন: সৌদি রাষ্ট্রদূত

নূর নিউজ

ইবাদত কবুল হচ্ছে কিনা বুঝবেন যেভাবে

নূর নিউজ

আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

নূর নিউজ