শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের বিকল্প নাই

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, দেশের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ যে পরিমাণ সরকারি বেতন ভাতাদি পেয়ে থাকেন; তা দিয়ে এই দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন করা কোনভাবেই সম্ভব নয়।
শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তারা যদি স্বাভাবিক জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে। এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। অতএব, শিক্ষকদের জীবন-মানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।

আজ শনিবার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের মাসিক সভায় তিনি উপর্যুক্ত কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম এর পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আসাল উদ্দিন,ড. মাসুম রব্বানী আল আযহারী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসাইন, দফতর সম্পাদক প্রভাষক আবু তাহের, কেন্দ্রীয় সদস্য প্রভাষক সুমন, প্রভাষক ওমর ফারুক,মুফতি রুহুল আমিনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

সরকারকে ক্ষমতাচ্যুত করা ঈমানি দায়িত্ব : মাহমুদুর রহমান মান্না

আলাউদ্দিন

সুনামগঞ্জ-৩ আসনে সংসদ নির্বাচনের প্রার্থী হলেন মাওলানা সৈয়দ তামীম আহমদ

আনসারুল হক

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

নূর নিউজ