শীঘ্রই চালের দাম কমে আসবে : কৃষিমন্ত্রী

নূর নিউজ: শীঘ্রই ধান ও চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনও মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে।’

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘করোনায় খাদ্য নিয়ে যাতে কোনও আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সে জন্য কাজ করছে সরকার। খাদ্য কষ্টে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে জন্য কাজ করছে সরকার। কৃষকরা যাতে ভালো দাম পায়, সে অনুযায়ী ধান কেনা হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে।’

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা বাবুনগরীর নিকট একই পরিবারের ৩ ব্যক্তির ইসলাম গ্রহণ

আলাউদ্দিন

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

নূর নিউজ

একমঞ্চে দেশের সকল মতের আলেম; প্রশংসিত উলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নূর নিউজ