শেখ মুজিব জাতির পিতা নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ স্বীকার করার পাশাপাশি, তার শাসনামলে ঘটানো জাতীয় ট্র্যাজেডিও স্মরণীয় বলে তিনি মন্তব্য করেছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ রাষ্ট্রে। চাপিয়ে দেওয়া হয়েছিল ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান; প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল একনায়কতন্ত্র।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জনগণের বিদ্রোহ এই জমিদারিদ্র্যকে ধ্বংস করেছে। কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শ আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে পারবে না। জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়; এটি বৈষম্যকে শক্তিশালী করে রাষ্ট্রকে একচেটিয়া করার জন্য আওয়ামী লীগ তৈরী করা একটি ফ্যাসিষ্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান এবং কোনো একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারবে না।”

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (হুজুর)-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক প্রকাশ

নূর নিউজ

বরিশালে রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতন : ওসি-প‌রিদর্শক‌ প্রত্যাহার

আনসারুল হক

ঢাবিতে আজ দুপুরে শুরু হচ্ছে শাপলা আন্দোলনের ‘চিন্তা সেমিনার’

আনসারুল হক