শেখ মুজিব সকল ভারতীয় নাগরিকের নায়ক : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ভারতীয় নাগরিকের কাছে নায়ক।
বঙ্গবন্ধুকে মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৭ মার্চ) টুইটারে দেওয়া এক বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছে একজন নায়কও।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।’

এ জাতীয় আরো সংবাদ

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুন, নিহত ৫২

আনসারুল হক

নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি: সিইসি

নূর নিউজ

বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে : ওবায়দুল কাদের

নূর নিউজ