সংগীতের শিক্ষক নিয়োগ বাতিল করে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিল এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ময়মনসিংহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকটি জেলা কার্যালয়ে জেলা আমীর হাফেজ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সংগঠন সচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ আবু তাহের খান। তিনি বলেন, “সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগে ধর্মপ্রাণ জনগণ ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। সংগীত শিক্ষক নিয়োগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী শিক্ষায় শিক্ষিত করার কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই ধরনের শিক্ষাপ্রণালী ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয়ভাবে ক্ষতিগ্রস্ত করবে।”

নেতৃবৃন্দ আরও দাবি করেন, “সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে পূর্বের ন্যায় ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ইসলামপ্রিয় জনগণ শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।”

সভায় জেলা সাধারণ সম্পাদক মুফতি শরীফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আমীর হাফেজ মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল মালেক, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আফজাল হোসাইন সরকার, মাওলানা ফয়জুর রহমান ফারুক, মাওলানা ছানাউল্লাহ, হাফেজ আবুল কাশেম, হাফেজ শহীদুল্লাহ ও মুফতি সালাউদ্দিন জাহাঙ্গীর।

বৈঠকে কেন্দ্র ঘোষিত ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দাওয়াতী কার্যক্রম বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জাতীয় আরো সংবাদ

শবে কদর তালাশের আহ্বান জানালেন হেফাজত মহাসচিব

নূর নিউজ

এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

নূর নিউজ

কাপড় পরার সুন্নত পদ্ধতি

নূর নিউজ