সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা

১১তম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৮ই নভেম্বর । সংসদ অধিবেশন নির্বিঘ্নতা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ই নভেম্বর রাত ১২ টা থেকে বিশেষ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন এলাকায় সব ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণ সৃষ্টি করতে পারে এমন দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর সফল ও ফলপ্রসূ: তথ্যমন্ত্রী

নূর নিউজ

২৪ ঘণ্টায় ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৬৫১

আনসারুল হক

চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ