সব ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের অনুমতি সৌদি আরবের

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে সৌদি আরবে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ব্যক্তিরা ওমরাহ পালন করতে পারবেন।

সোমবার (৬ অক্টোবর) আল আরাবিয়া সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আল্লাহর পবিত্র ঘরের অতিথিদের জন্য সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থার আওতায় সেবা গ্রহণকারীদের পরিধি আরও সম্প্রসারণ করা। এটি সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত ভিসার ধরনগুলোর মধ্যে রয়েছে, ব্যক্তিগত ভিসা, পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক পর্যটন ভিসা, ট্রানজিট (অস্থায়ী) ভিসা, কর্মভিসা এবং অন্যান্য ভিসা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ দেশের সেই দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা, যার লক্ষ্য বিশ্বের মুসলমানদের জন্য মক্কা-মদিনায় আগমন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের প্রক্রিয়াকে সহজ করা।

এদিকে মন্ত্রণালয় সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি অনলাইনে গিয়ে উপযুক্ত প্যাকেজ বেছে নিতে, ওমরাহ পারমিট ইস্যু করতে, সেবা বুকিং এবং তারিখ নির্ধারণ করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ একটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা, যা ওমরাহযাত্রীদের জন্য আরও বেশি সুবিধা, সহজতা ও নমনীয়তা নিশ্চিত করবে।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

প্রিয় নবীর ভালোবাসায় ৪০ বছর মদিনায় আগতদের আপ্যায়ন করা শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’ আর নেই

নূর নিউজ

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার শুরু ১৪ আগস্ট

আনসারুল হক

বাংলাদেশী অধ্যাপকের বই স্থান পেলো মসজিদুল হারামের মাকতাবায়

নূর নিউজ