সরকার নতুন করে সংকট সৃষ্টি করছে: পীর সাহেব চরমোনাই 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম শান্তি, কল্যাণ ও মানবতার ধর্ম। মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলাম সর্বদা নিবেদিত। তিনি বলেন, চলমান সঙকট থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য সবাইকে ইসলামের সুমহান আদর্শ অনুসরন করতে হবে ।

তিনি বলেন, অধিকার কেড়ে নেয়া, জুলুম নির্যাতন, নিপীড়ন করা এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি করার রাজনীতি কারো কাম্য হতে পারে না। তিনি বলেন,মিছিল-সমাবেশ, রাজনৈতিক যে কোন কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। আজকে যারা নাগরিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে তাদের আখের সুখকর হবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যখন সংকট সমাধানের রাজনীতি দরকার, সরকার সেই পথে না হেঁটে দমন-পীড়নের রাজনীতি শুরু করেছে। দেশ ও জনগণকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে।

 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলস্থ আমান সিটি জামিয়া কারীমিয়া দারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি মুফতী সৈয়দ মোহাম্মদ নূরুল করীমের সভাপতিত্বে এবং মাদরাসার কার্যকরি মুহতামিম মুফতী আব্দুল আজিজ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ওলামামা শায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, আলহাজ্ব মৌলভী নূরুল হক মুন্সি, মুফতী মাঈনুদ্দিন খান তানভীর, হাফেজ মাওলানা মুফতী সলীমুল্লাহ খান।

 

পীর সাহেব চরমোনাই বলেন, শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষা উৎখাত করেছে সরকার। ডারউইনের বিবর্তনবাদ একটি অবৈজ্ঞানিক ও নাস্তিক্যবাদী মতবাদ, এটা জাতীয় শিক্ষা কারিকুলামে সংযোজন করে ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চক্রান্ত করা হচ্ছে ।

তিনি বলেন,বিশ্বব্যাপী অশান্তির মূলে হলো ইসলাম থেকে দূরে থাকা। শান্তি ও কল্যাণপেতে সকলকে ইসলামের পথে ফিরে আসতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ ও অনুকরণ করতে হবে এবং তা বাস্তবায়নে কাজ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

নুরের বাসায় অভিযানের কারণ জানালেন ডিবি প্রধান

নূর নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নূর নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব: ড. আ ফ ম খালিদ হোসেন

নূর নিউজ