সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন ফরিদগঞ্জ থানার ওসি

সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়।

এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গবার সকালে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ১০৮১ টি রিপোর্টের মধ্যে ১০৮১ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের কাছে দুই কোটি টিকা চেয়েছে বাংলাদেশ

আনসারুল হক

সেশনজটে আটকে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ড. বেনজির আহমেদ, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

নূর নিউজ