সহকর্মীর শিশু পুত্রকে বলাৎকার চেষ্টা, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার সোহেল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

সহকর্মীর শিশু পুত্রকে বলাৎকার চেষ্টা ও নিপীড়নের অভিযােগ সাময়িক বরখাস্ত করা হয়েছে একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক হােসাইন সােহেলকে।

অনুসন্ধানে জানা গেছে, একাত্তর টিভির এক প্রােডিউসারের বাসার মদের পার্টিতে মাতাল ছিলেন সাংবাদিক সােহেল এবং তার অন্য বন্ধুরা। ভাের চারটার দিক, ওই প্রােডিউসারের ইংলিশ মিডিয়ামের পড়ুয়া আট বছরের ছেলেকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টা করেন সােহেল।

সোহেলের একজন সহকর্মীর ফেসবুক পোস্টে একাত্তর টিভি কর্তৃপক্ষের কাছে দেওয়া অভিযোগপত্র

এসময় শিশুটির বাবা এসে দেখতে পায় সাংবাদিক সােহেলের শার্ট প্যান্ট খােলা! সােহেল ওই শিশুটিরও শার্ট প্যান্ট খুলে ফেলেন! ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন একাত্তর টিভির ওই প্রােডিউসার,যিনি নিজেও মাতাল ছিলেন। পরের দিন অফিসে এসে অভিযােগ দেন।

এরপর সােহেল একাত্তর টিভিতে গেলে,সেখানে কর্মরত কয়েকজন নারী সাংবাদিক সােহেলকে পেটান। চড় থাপ্পড় লাথি ঘুষি দিয়ে একাত্তর টিভি থেকে বের করে দেন। অনুসন্ধানে জানা গেছে,সােহেল শুধু মদ নয়,আর নানা ধরনের মাদকদ্রব্য সেবন করে।। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী ঘটিত অভিযােগ ছিল একাত্তর টিভিতে।

 

এ জাতীয় আরো সংবাদ

মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

আনসারুল হক

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

নূর নিউজ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

নূর নিউজ