সাতক্ষীরায় এক রশিতে দুজনের ঝুলন্ত লাশ

নূর নিউজ: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক রশিতে গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার পৌর সদরের শ্রীপতিপুর গ্রামের কলাগাছি মোড় সংলগ্ন এলাকার একটি আম গাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গৃহবধূর নাম ফতেমা খাতুন। যুবকের নাম করিম পাড়। তার বাড়ি জেলার শ্যামনগর উপজেলার ধুমঘগ্রামে।

স্থানীয়রা জানান, সকালে গাছের সঙ্গে মৃতদেহ দুটি ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশের ধারণা পরকীয়ার বা অন্য কোনো ঘটনায় তাদের হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পকেটে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

হত্যার বিষয়ে ওসি বলেন, ‘গৃহবধূর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মর্গে প্রেরণ করা হবে। সেখানে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

এ জাতীয় আরো সংবাদ

শিগগিরই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: সিইসি

নূর নিউজ

পঞ্চগড়ে কাদিয়ানী সম্মেলন বন্ধের দাবী হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা ইয়াহইয়ার

নূর নিউজ

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

নূর নিউজ