সীতাকুণ্ডে কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ইসলামী ঐক্যজোটের গভীর শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃদ্বয় শোক প্রকাশ করেন ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আকষ্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শোকাহত। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সত্যিই বেদনাদায়ক। এই ধরনের দূর্ঘটনা রোধে সরকারকে জরুরী ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকের ভয়াবহ অগ্নিকাণ্ড যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, কেন, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো এবং এই নির্মম ঘটনায় পিছনে কারা জড়িত? সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতৃদ্বয় অগ্নিকাণ্ডে নিহতদের কাফন-দাফনের ব্যবস্থা ও আহতদের সুচিকিৎসার জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্ক পুলিশের শীর্ষ পদে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল্লাহ, স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ

নূর নিউজ

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনসারুল হক

অর্থকষ্টে থাকা বাংলাদেশির কাছ থেকেও ঘুষ নিলো মালয়েশিয়া পুলিশ!

আলাউদ্দিন