সোমবার থেকে খুলছে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার দ্বিতীয় ডেউয়ের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এর আগে দুবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল দেশটি। এবার তৃতীয় ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে পাকিস্তান সরকার।

দেশটির শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ গণমাধ্যমের সাথে আলাপকালে এতথ্য জানিয়েছেন। খবর ডেইলি জং অনলাইনের।

দেশটির শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ বলেছেন, সরকারের পক্ষ থেকে আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে সকল স্কুল ও ইউনিভাসিটি খোলার ঘোষণা দেওয়া হয়েছে। করোনার কারণে এমনিতেই শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাফকাত মাহমুদ জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি ও কঠোর নিরাপত্তা মেনে খুলবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ১ ফেব্রুয়ারি থেকে। বোর্ডের পরীক্ষাগুলো জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর মধ্য যদি করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তবে এসব সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৬০

নূর নিউজ

পশ্চিমবঙ্গে মমতাই বিজয়ী হবেন : বুথফেরত জরিপ

আনসারুল হক

ব্রাজিলের প্রথম মসজিদ যেভাবে তৈরি হয়

নূর নিউজ