‘সোশ্যাল মিডিয়ায় দেশের সম্মান নষ্ট করলে জামিন হবে না’

সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (৭ মার্চ) সকালে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় এক আসামির জামিন শুনানিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু করা কোনোভাবেই উচিত নয়; যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

আপিল বিভাগ বলেন, দেশের সম্মান সবার আগে। দেশের সম্মান নষ্ট করলে আমরা সেগুলো বিবেচনা করব না। সতর্ক করে দিলাম। আর এ রকম হলে জামিন হবে না।

আপিল বিভাগ প্রশ্ন রেখে বলেন, যুক্তরাষ্ট্রও স্যাটায়ার করে। কিন্তু এত খোলামেলাভাবে করে? শিক্ষিত মানুষ কীভাবে এগুলো লেখে বলেও প্রশ্ন রাখেন।

এ জাতীয় আরো সংবাদ

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নূর নিউজ

বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়

নূর নিউজ

বরিশালে বিভিন্ন শ্রেণি ও পেশার যুব সমাজের ইসলামী আন্দোলনে যোগদান

নূর নিউজ