স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে লক্ষীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি বাদল দেব নাথ।

দণ্ডপ্রাপ্ত বাদল দেব নাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথের ছেলে। জেলা জজ আদালতের সরকারি কৌঁশুলি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেবনাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত বাদল দেবনাথকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও ছয়জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামি বাদল দেবনাথ দোষী প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান করেন।

এ জাতীয় আরো সংবাদ

হজের খুতবার বাংলা অনুবাদক মাওলানা শোয়াইবকে সংবর্ধনা

নূর নিউজ

তাবলীগ জামাতের দুই দলের অনুসারীর মারামারি, নিহত ১

নূর নিউজ

ধর্মপ্রাণ মুসলমানরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেনি: রিজভী

নূর নিউজ