স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত আইনের সংশোধন করে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) এই অধ্যাদেশ জারি করা হয়। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীকের বিধান বাতিল হয়ে গেল।

জানা গেছে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি সংশ্লিষ্ট আইনের সংশোধন করে অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরপর থেকেই নির্বাচন বিশেষজ্ঞসহ বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছিল এবং দলীয় প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের ফলে রাজনৈতিক দলের বাইরে থাকা অনেক যোগ্য ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন, ফলে স্থানীয় নেতৃত্বে গুণগত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

এ জাতীয় আরো সংবাদ

‘অবিলম্বে নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল করুন’

আনসারুল হক

পিঁপড়ারা শেখায়! : মুসা আল হাফিজ

নূর নিউজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৮

নূর নিউজ