স্বর্গে যাওয়ার মতো কিছু করিনি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, স্বর্গে যাওয়ার মতো কিছু করেননি তিনি।

সোমবার (১৩ অক্টোবর) ইসরাইল যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।’

ট্রাম্প হেসে বলেন, ‘আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে, এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’

ট্রাম্প এরপর অভিযোগ করে বলেন, ‘২০২০ সালের নির্বাচন যদি কারচুপির না হতো, তাহলে জো বাইডেনের জায়গায় আমি হোয়াইট হাউজে থাকতাম। আর আমি থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে পারতেন না। সেটিও হতো আরেকটি বড় সংঘাতের সমাপ্তি।’

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

এ জাতীয় আরো সংবাদ

পুতিনের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র

নূর নিউজ

নিউইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে বাসাভাড়া, মন্দার শঙ্কাও তীব্র

নূর নিউজ