স্বাস্থ্যবিধি না মানায় আড়ংকে জরিমানা

নূর নিউজ: ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মেনে ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা করেন।

বিকেলে শপিং মল পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় আড়ংয়ের আসাদগেট আউটলেটে যান তিনি।

পরে মেয়র বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যারা আইন মানবেন না তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

নূর নিউজ

বাংলাদেশ আইম্মাহ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

মুজিববর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

নূর নিউজ