হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া’র ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক প্রকাশ

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ (৩ জুন) শনিবার গণমাধ্যমে প্রদত্ত এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. একজন হক্কানী, বিনয়ী, সাহসী, কর্মকৎপর দরদী আলেম ছিলেন। তিনি শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ.-এর পর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পদে আসীন হয়ে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। বাংলাদেশের ঈমানী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া দরসে হাদীসের পাশাপাশি বহু দ্বীনি প্রতিষ্ঠান ও অরাজনৈতিক ঈমানী সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছেন।

 

নেতৃদ্বয় বলেন, মৃত্যু সকলের জন্য অবধারিত বিষয়। কিন্তু অভিভাবকতূল্য আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব এভাবে আমাদের ছেড়ে চিরবিদায় নিবেন, তা ভাবিনি। তাঁর ইন্তেকালে ইলমি অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়। বরেণ্য এই আলেম ব্যক্তিত্বের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মামত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে বিন¤্র ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশে ইসতিসকার নামাজ পড়ার আহবান বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের

নূর নিউজ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ

দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

নূর নিউজ