হাসপাতালে ভর্তি দেওবন্দের উস্তাদুল বুখারী মুফতি আমিন পালনপুরী

দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, মুফতি আমিন আহমাদ পালনপুরীর হঠাৎ করেই শারিরীক দুর্বলতা দেখা দিয়েছেন। অনেক বেশি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী। মুফতি আমিন আহমাদ বর্তমানে যশোরের কুইন্স হস্পিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুফতি ওমর ফারুক সন্ধীপী জানান, ২১ অক্টোবর (শুক্রবার) ৮ দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমান যোগে যশোরের মাসনা মাদরাসায় বয়ান পেশ করতে যান। সেখানে পৌঁছার পর থেকেই অসুস্থতা বোধ করেন।

আজ শনিবার দুপুর ১২ টায় যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রদূতকে কুয়েতে জনশক্তি রপ্তানিতে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

নূর নিউজ

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

নূর নিউজ

প্রধানমন্ত্রীর বেইজিং সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হবে: চীনা রাষ্ট্রদূত

নূর নিউজ