হাসিনার পতন না হলে কোনো কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “হাসিনার পতন না হলে কিছু টেলিভিশন চ্যানেল সাহসিকতার পুরস্কার পেত—জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাস আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের জন্য।”

শনিবার (২৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশ শাসনের পর ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান। তার একনায়কতান্ত্রিক মনোভাব, একগুঁয়েমি ও অতিরিক্ত আত্মবিশ্বাসকে তার পতনের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

হাসনাত তার স্ট্যাটাসে আরও ইঙ্গিত দেন, শেখ হাসিনার শাসনামলে কিছু গণমাধ্যম জুলাইয়ের আন্দোলন ও হত্যাকাণ্ডকে ভুলভাবে উপস্থাপন করেছে, যা আজ স্পষ্ট হয়ে গেছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ২৪ জুলাইয়ের গণহত্যার বিচার কার্যকর করতে চায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করবে ১২ দলীয় জোট

আনসারুল হক

বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

আনসারুল হক

নির্বাচন করতে ইচ্ছুক, এনসিপির হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: উপদেষ্টা আসিফ

আনসারুল হক