মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

নূর নিউজ: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, সম্প্রতি সারাদেশব্যাপী হেফাজত ইসলামের জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় জড়িত ছিলেন হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায়ও তিনি নেতৃত্বদানকারীদের একজন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৪ কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

নূর নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের ইমামরা প্রশিক্ষণের আওতায় আসছে: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

নির্বাচন কমিশন নিয়োগ বিল সংসদে উঠছে রোববার

নূর নিউজ