২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে : নূর

‘আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে’ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পরেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনার বাবা ৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে, আপনি (শেখ হাসিনা) সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে। আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা পাগল হয়ে গেছে। তারা কিন্তু প্লেনের ডবল টিকিট করে রেখেছে। পরিস্থিতি খারাপ হলেই তারা উড়াল দেবে।

নুরুল হক নূর বলেন, সরকারের দোসররা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে। তারা না হয় বিমানে উড়াল দিয়ে রেহাই পেতে পারে, কিন্তু আপনারা যারা তৃণমূলে রাজনীতি করছেন, আপনাদের তো দেশে থাকতে হবে। মানুষ রাস্তায় নামলে কিন্তু আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না।

এ জাতীয় আরো সংবাদ

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

নূর নিউজ

একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

আনসারুল হক

ডিএমপির ২১ পরিদর্শককে বদলি

আনসারুল হক