২০ নভেম্বর সারাদেশে বিএনপির গণঅনশন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  বিদেশে নিয়ে গিয়ে তার জরুরি চিকিৎসার প্রয়োজন।  আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক।

এ জাতীয় আরো সংবাদ

অধিকার আদায়ের লড়াই ছিল বঙ্গবন্ধুর মূল আদর্শ: মিছবাহুর রহমান চৌধুরী

নূর নিউজ

ফয়জুল করিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন কমিশনে গিয়ে যা বললেন তিনি

নূর নিউজ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: চরমোনাই পীর

আনসারুল হক