২০ বছরে হাজার বার কুরআন খতমকারী সেই বৃদ্ধ ইন্তেকাল করেছেন

২০ বছরে এক হাজার বার পবিত্র কুরআনুল কারিম খতমকারী ৮৫ বছর বয়সী তুর্কী বংশোদ্ভূত এক বৃদ্ধ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গতকাল তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে আব্দুল মতিন বলেন, আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।

তিনি আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি। ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে।

সূত্র: তুর্কি এজেন্সি

এ জাতীয় আরো সংবাদ

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে ওআইসি

নূর নিউজ

অস্ত্র হাতে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

নূর নিউজ

ইসরাইলে দূতাবাস খুলছে বাহরাইন : হামাস ও মুসলিম বিশ্বের নিন্দা

আলাউদ্দিন