৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৬ দিনব্যাপী ‘চেতনায় জুলাই’ শীর্ষক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। আজ সংগঠনটির নিয়মিত বৈঠক শেষে এক বিবৃতিতে এ ঘোষণা দেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই আমাদের ইতিহাসের এক অম্লান ও বেদনাবিধুর অধ্যায়। স্বাধীন দেশে একসঙ্গে এত তরুণের আত্মাহুতি জাতির জন্য কষ্টদায়ক। এই ব্যথা আরও গাঢ় হয়ে ওঠে, যখন এক বছর অতিক্রান্ত হলেও সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আমরা শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে তাদের আত্মত্যাগের লক্ষ্যে আমাদের সংস্কার ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা ছিল স্বৈরশাসনের চির অবসান। সেই চেতনাকে জনমনে স্থায়ী করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৬ দিনের একটি ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে।”

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • স্বৈরাচারের ১৫ বছরের অপরাধচিত্র ও ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরা, যেন জাতি ভুলে না যায় সেই দুঃশাসনের ইতিহাস।
  • শহীদ ও আহতদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের সম্মাননা ও হাদিয়া প্রদান।
  • শহীদদের কবর জিয়ারত ও দেশব্যাপী দোয়ার আয়োজন।
  • ৫ আগস্ট: সারাদেশে আওয়ামী দমন-নিপীড়নের উপর ডকুমেন্টারি প্রদর্শন এবং বিভাগীয় শহরে গণমিছিল।
  • ২৫ জুলাই: ঢাকায় যুব জমায়েত আয়োজন।
  • “ভয় নাই—প্রতিবাদেই মুক্তি” শীর্ষক বিক্ষোভ মিছিল ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে।
  • জুলাই চেতনা বাস্তবায়নে জেলার পর্যায়ে সমাবেশ।
  • ১ আগস্ট: জেলা-থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল।

এছাড়াও, ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনসমূহ—ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন—নিজ নিজ উদ্যোগে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বৈঠকে দলের মহাসচিব দেশের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং বলেন, ‘জুলাই চেতনা বাস্তবায়নে যে কোনো সংগঠনের ইতিবাচক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই ও সমর্থন করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসেন জাফরী, এবিএম জাকারিয়া, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, হাজী শেখ মুহাম্মাদ নুর উন নাবী, মাওলানা মনসুর আহমদ সাকী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দেশ চীন:মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট

আনসারুল হক

অশনির প্রভাবে বাংলাদেশে বেড়েছে বাতাসের গতিবেগ

নূর নিউজ

মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় অফিস সম্পাদকের ইন্তেকাল

আনসারুল হক