৬ ঘণ্টা বিরতির পর আবার ফিলিস্তিনে ইসরায়েলের হামলা

আর্ন্তজাতিক: ফিলিস্তিনে টানা আট দিন ইসরায়েলি হামলার ব্যাপারে ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ৬ ঘণ্টা যুদ্ধবিরতি রেখে আবার হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। জানা যায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল টুইটার পেজে বলে, ৬ ঘণ্টা নীরবতার পরে, দক্ষিণ ইসরায়েলে আবার সাইরেন বাজছে।

ইতোমধ্যে ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি টাকায় ৬ হাজার ২৩৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। তার পরপরই এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে। এছাড়াও হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ জন ইসরায়েলি মারা গেছেন এবং কমপক্ষে ৩০০ ইসরায়েলি আহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

ইউসুফ কারাজাভির ইন্তেকালে আল নূর কালচারাল সেন্টারের শোক

নূর নিউজ

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

নূর নিউজ

মিশরে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, কিস্তিতে বিক্রি হচ্ছে বই

নূর নিউজ