অতি আধুনিকতার নামে আলিয়া মাদ্রাসাকে ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

মাদ্রাসা শিক্ষা একটি স্বতন্ত্র ও বিশেষায়িত শিক্ষাব্যবস্থা—যুগ যুগ ধরে উপমহাদেশে ইসলামী জ্ঞানচর্চা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “অতি আধুনিকতার নামে আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। বরং এর ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।”

বুধবার (৯ জুলাই) ঢাকার আইডিইবি মিলনায়তনে “টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ।

ধর্ম উপদেষ্টা বলেন, “কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে দেওবন্দ প্রতিষ্ঠার আগ পর্যন্ত ৮৬ বছর আলিয়া ধারার আলেমরা ভারতবর্ষে ইসলামী চিন্তার নেতৃত্ব দিয়েছেন। এখনো এ ধারার অনেক আলেম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে যারা দমন করতে চায়, তাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া না দিতে পারে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘হতাশ হবেন না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আপনারাই আগামীর পথপ্রদর্শক।’

বাধা ও সম্ভাবনার কথা
ড. খালিদ অভিযোগ করে বলেন, “গত ১৬ বছরে মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ, আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয়ে বরাবরই নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এখন সেই ধারা অনেকটাই কেটেছে। আশা করছি, মাদ্রাসা শিক্ষার উন্নয়নের পথ উন্মুক্ত হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ আলী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মো. অলিউল্লাহ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনারে শতাধিক ইসলামি পণ্ডিত, আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ, চলবে ১০ জুলাই পর্যন্ত

আনসারুল হক

কাতারে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা ভাষায় ইসলামী আলোচনা, প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ

নূর নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন

আনসারুল হক