অনেক কষ্ট করে ড্রেন থেকে ময়লা সাফ করি: মেয়র আতিক

নূর নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অনেক কষ্ট করে আমার রাস্তা করি। কষ্ট করে ফুটপাত করি। আবার অনেক কষ্ট করে ড্রেন থেকে ময়লা সাফ করি। আমরা বারবার পরিষ্কার করব। ময়লা করবে জনগণ, এটি হবে না।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়ক উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, জনগণকে বলে যাচ্ছি, যে রাস্তা, যে খাল আমরা পরিস্কার করে দিবো, সেই খাল এবং সেই রাস্তা আপনারা তদারকি করেন। আপনাদেরকে আমি সে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের সাহায্য পেলে এটি একটি নন্দিত ঢাকা শহর হবে।

মেয়র বলেন, আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে এক বছর আগেও কিন্তু এখানে দাঁড়িয়ে কথা বলা যেত না। আমি নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানেও এসেছিলাম। তখন আমি বলেছিলাম এই এলাকার এই অবস্থা কেন। আজ এই জায়গায় সেই দুরবস্থার অবসান হলো।

এ জাতীয় আরো সংবাদ

সাবেক এমপি মুফতী শহিদুল ইসলামের ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া

নূর নিউজ

মুনিয়ার গলায় ক্ষতচিহ্ন ও নিম্নাঙ্গ রক্তাক্ত ছিল

আনসারুল হক

২০২৩ সালের সেহরি ও ইফতারের সময়সূচি

নূর নিউজ