অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-মাওলানা হাসানাত আমিনী

নূর নিউজ: ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভকারীদের উপর হামলা ও হতাহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনায় দোষীদের দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, দেশের উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানাচ্ছি। দ্বীনি আন্দোলনে অনুপ্রবেশকারীরা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে উলামায়ে কেরামের উপর দোষ চাপাতে না পারে সেই দিকে সতর্ক সৃষ্টি রাখার অনুরোধ করছি।

বিবৃতিতে তিনি চলমান আন্দোলনে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

হজের বিষয়ে আর্থিক লেনদেন না করতে সরকারের অনুরোধ

আনসারুল হক

একদিনে সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

নূর নিউজ

রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ র‍্যাবের সাবেক কর্মকর্তার

আনসারুল হক