আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই।
আজ রবিবার দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।