আগামীকাল থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের উপর ‘ভিসা নিষেধাজ্ঞা’তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল (৮ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীসহ বাংলাদেশিরা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন করতে পারবে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। ৮ ফেব্রুয়ারি থেকে এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার আগমনের পূর্বে, করোনা শনাক্তের নমুনা পরীক্ষাকালে এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহকালে সংশ্লিষ্ট সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ভাষার বৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রদূত মুশফিকের দৃঢ় আহ্বান

Sufian Farabee

নতুন শিক্ষাক্রম প্রণয়ন কমিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করেছে

নূর নিউজ

‘প্রচলিত আইন ও বিচার দিয়ে দেশে ধর্ষণ ঠেকানো যাবে না’

আনসারুল হক