আগামীকাল শাহবাগে বিক্ষোভের ডাক দিলেন ভিপি নুর

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে। এ ঘটনায় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করলে গ্যাসের কারণে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। লাইভে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর লাইভে আসেন ভিপি নুর। লাইভে এসে ‘ফ্যাসিবাদী সরকার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। আটককৃতদের মুক্তির দাবিতে আগামীকাল বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেন তিনি।

দেশে মোদির আগমন নিয়ে সরকারকে উদ্দেশ করে সাবেক এই ভিপি বলেন, স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করার জন্য আপনারা মোদিকে এ দেশে নিয়ে আসছেন। তিনি আরো বলেন, রাজপথে মানুষ স্লোগান দিচ্ছে, এরশাদ গেছেন যে পথে, হাসিনা যাবে সে পথে।

আজকের এই আন্দোলনকে মোদিবিরোধী আন্দোলন উল্লেখ করে নুর বলেন, আজকের এই মোদিবিরোধী আন্দোলন যারা করছেন তারা একা নন। ডানপন্থী, বামপন্থী, আইনজীবী শিক্ষক, সাংবাদিক সবাই রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের ত্রাণ বিতরণ

আনসারুল হক

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নূর নিউজ