বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। ইসলামি আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে।”
শনিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা বিএনপির আয়োজনে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা সবচেয়ে শক্তিশালী। “আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত, ন্যায়ভিত্তিক ও নৈতিকতার বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য। বিএনপি সবসময় আলেম সমাজের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেমদের ভূমিকা জাতিকে নতুন দিকনির্দেশনা দেবে, কারণ আলেম সমাজই নৈতিকতার বাতিঘর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলার শতাধিক আলেম-উলামা ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।