আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে দাবি-আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত সব দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর ২০ অক্টোবর প্রকাশ করা হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা।

বুধবার ইসির উপ-সচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আইন অনুযায়ী জাতীয় নির্বাচনের অন্তত ২৫ দিন আগে গেজেটে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হয়। সে অনুযায়ী, এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ এবং সেগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ইসির নির্দেশনায় আরও বলা হয়, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী এলাকা ভিত্তিক খসড়া তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

খুলনায় আবারও এক সপ্তাহের বিধিনিষেধ

আনসারুল হক

ইসলামী শিক্ষার অভাবে মানুষ ক্রমেই হিংস্র হয়ে উঠছে:পীর সাহেব চরমোনাই

নূর নিউজ

সরকারের ব্যর্থতার দায় স্বীকার করলেন আসিফ নজরুল

আনসারুল হক