প্রতিবারের মতো এবারও সীরাতকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২৫’। ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বাস্তবায়ন কমিটির সভা সম্পন্ন হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৩ থেকে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে।
এবারের বইমেলায় দেশ-বিদেশের ৬০টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। মেলায় ইসলামী সাহিত্য, ইতিহাস, গবেষণাধর্মী বই, শিশু-কিশোরদের জন্য ইসলামি গল্প ও শিক্ষামূলক গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রি হবে।
সীরাতকেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, বইমেলাকে ঘিরে ময়মনসিংহে ইতিমধ্যে পাঠক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মেলাকে সফল ও অর্থবহ করতে সবাইকে বিশেষভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থান: টাউন হল প্রাঙ্গণ, ময়মনসিংহ
তারিখ: ১৩–২২ নভেম্বর ২০২৫
আয়োজক: সীরাতকেন্দ্র
হাআমা/